সাংবাদিক সমাজের দর্পণ। তাই সমাজের অসঙ্গতি, অনাচার ক্ষুরধার লেখনীর মাধ্যমে প্রকাশিত হলে সেই সব অসঙ্গতি অনাচার সহজেই দমন করা সম্ভব হয়। আর বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে একজন প্রকৃত কলম সৈনিকের পরিচয় ফুটে ওঠে। গত শুক্রবার সন্ধ্যায় দৈনিক ভোরের কাগজ পত্রিকার ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানে বগুড়ার দুপচাঁচিয়ায় আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড.নুরুল ইসলাম তালুকদার প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
ভোরের কাগজ পত্রিকার দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি আজিজুল হকের আয়োজনে ও উপজেলা প্রেসক্লাবের সহযোগিতায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি বাদল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহসভাপতি আলহাজ্ব ফজলুল হক, থানার অফিসার ইনচার্জ হাসান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সাহিদ, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, ভোরের কাগজ গাবতলী উপজেলা প্রতিনিধি আবু মুসা, কাহালু প্রতিনিধি আব্দুল হান্নান, নিউ মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ্ব সামছুদ্দিন আহমেদ, উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি মাওঃ আজিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অরবিন্দ কুমার দাস প্রমুখ।
এসময় উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিক, বিশিষ্টব্যবসায়ী, অধ্যক্ষ, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
Posted ১০:১৬ অপরাহ্ণ | শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD