শেখ হাসিনার সরকার উন্নয়ন উৎপাদনের সরকার। বাংলাদেশের জন্য এই সরকার বারবার দরকার। করোনা মহামারী পরিস্থিতির মধ্যেও দেশের উন্নয়ন থেমে নেই। এই সরকারই পারে দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে বলে মন্তব্য করেছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
তিনি আজ বৃহস্পতিবার বগুড়ার সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে মাসিক সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মিনহাদুজ্জামান লীটনের সভাপতিত্বে সভায় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, সহকারি কমিশনার ভুমি কাবেরী জালাল, উপজেলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পা, সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম বুলু, তেকানী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শামছুল হক, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন প্রমুখ।
এরপর তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সাহার সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন।
Posted ৩:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD