বগুড়া-১ আসনের এমপি সাহাদারা বলেছেন, বর্তমান সরকারের উন্নয়নে সারাদেশের চিত্র পাল্টে গেছে। শহর থেকে প্রত্যন্ত গ্রামেও উন্নয়নের ছোয়া লেগেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী ৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।
‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’- এই স্লোগানকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ১৭ সেপ্টেম্বর বঙ্গবন্ধু চত্বরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি সাহাদারা মান্নান উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড.মিনহাদুজ্জামান লিটন। উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাঈনুল হক এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেড, পাকুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম লতিফুল বারী টিম, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, বালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম, থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, মৎস্য সম্প্রসারন অফিসার রোকসানা, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সেতারা রওশন জাহান, প্রানী সম্পদ অফিসার নুসরাত জাহান লাকী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Posted ১১:৪২ অপরাহ্ণ | রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD