শনিবার ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গাবতলীতে বিভিন্ন কর্মসূচী পালিত

আলোকিত বগুড়া   শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
46 বার পঠিত
বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গাবতলীতে বিভিন্ন কর্মসূচী পালিত

বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বগুড়ার গাবতলীতে উপজেলা আ’লীগের কেক কাটেন উপজেলা আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মিলু ও সাধারণ সম্পাদক ফয়সাল খান জনি। ছবি- আলোকিত বগুড়া।

গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন পৃথকভাবে বিভিন্ন কর্মসূচী পালন করেছে। বেলা ১০টায় উপজেলা আ’লীগের উদ্যোগে প্রথমে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতৃবৃন্দ।

এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা উপজেলা আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মিলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল খান জনির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ধন্য গোপাল সিংহ, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী রেকসেনা আকতার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শরৎ চন্দ্র মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও জিয়াউর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদুল ইসলাম ও গোলাম রহমান মুকুল, প্রচার সম্পাদক হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক নিবারণ চন্দ্র দাস, কৃষি ও সমবায় সম্পাদক আবু হারেছ, যুব ও ক্রীড়া সম্পাদক মাহফুজ্জামান, শ্রমবিষয়ক সম্পাদক মাহমুদুন নবী অটল, সদস্য বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউনুছ আলী ফকির, সিরাজুল ফকির, রফিকুল ইসলাম ছুন্নু, হাফিজার রহমান টোনা, আনারুল ইসলাম ধলু, সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ জ্যাকি, উজ্জল হোসেন, সেকেন্দার আলী, আব্দুল করিম, তারাজুল ইসলাম খান, মিজান জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, উপজেলা কৃষকলীগের সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক শাহানুর রহমান প্রমুখ।


এরপর দলীয় কার্যালয়ে কেক কর্তন ও উপজেলা পরিষদ মসজিদে বাদ জুম্মা দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পমাল্য অর্পণ করেন।

এরপর উপজেলা পরিষদ হলরুমে ইউএনও আফতাবুজ্জামান-আল-ইমরানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, এ্যাসিল্যান্ড মাহমুদুল হাসান, ওসি সনাতন চন্দ্র সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম উৎপল চন্দ্র, মুক্তিযোদ্ধাগণ, সরকারী কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


 

Facebook Comments Box


Posted ৩:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩

Alokito Bogura। আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!