বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ায় আজ মঙ্গলবার দুপুরে আনন্দ শোভাযাত্রা শেষে শহরের সাতমাথায় মুজিবমঞ্চে জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ এদেশের লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে সব সময়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালের ৪ জানুয়ারি এদেশের ছাত্রছাত্রীদের নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৪৮ সালে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে সকল লড়াই সংগ্রামে সর্বোচ্চ ভুমিকা পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। লড়াই সংগ্রামে সবসময় সামনে থেকে আন্দোলন করে গেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বাংলাদেশে এখন উন্নয়নের জোয়ার বইছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। যারা এদেশকে তলাবিহীন ঝুড়ি বলে সম্বোধন করত, আজ তারাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে আখ্যায়িত করেন। বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। আজ বছরের প্রথম দিন শিক্ষার্থীরা তাদের শ্রেণির বিনামূল্যে বই পাচ্ছে। যার জন্য ছাত্রলীগ আন্দোলন করেছে। আর জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সবার আগে এদেশের শিক্ষাখাতে বরাদ্দ বাড়িয়েছেন। শিক্ষার্থীদের বিনামূল্যে বইয়ের পাশাপাশি বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করেছেন।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়ের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রেজাউল করিম মিন্টু, সদস্য ও শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন সান্নু, বগুড়া শহর আওয়ামীলীগের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, জেলা যুবলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা শুভাশিষ পোদ্দার লিটন, জেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক ডালিয়া নাসরিন রিক্তা।
বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেলা ১২টায় দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রলীগের আয়োজনে শহরে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ করে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে।
Posted ১১:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জানুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD