বগুড়ার আদমদীঘি উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আদমদীঘি প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ মার্চ বুধবার বেলা ১০ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ শেষে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ক্লাবের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম মোস্তফা, বেনজীর রহমান, খন্দকার মেহেদী হাসান, মনজুরুল ইসলাম, মিহির সরকার, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, ইউসুফ আলী প্রমুখ।
সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত পরিবারের আত্মার মাগফিরাত কামনা ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Posted ৪:৪৮ অপরাহ্ণ | বুধবার, ১৭ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | MTI SHOPON MAHMUD