দেলোয়ার হোসেন, পাঁচবিবি ,( জয়পুরহাট) প্রতিনিধি: মুক্তিযুদ্ধের অহংকার- সম্প্রীতীর বাংলাদেশ, মহান স্বাধীনতা দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ মার্চ বিকেল ৪ টায় উপজেলা পরিষদের মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে এ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানের সম্মানিত অতিথি বক্তব্য রাখেন ভারতের কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর,
কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন ও ভিডিওগ্রাফির বিভাগীয় প্রধান, অধ্যাপক ড. দেবজ্যোতি চন্দ্র, কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোঅর্ডিনেটর গণজ্ঞাপন বিভাগের অধ্যাপক ডঃ সান্ত্বন চট্টোপাধ্যায়, কলকাতার বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের আহবায়ক ও সদস্য বাংলা ওয়ার্ল্ডের বিদ্যুৎ মজুমদার।
এছাড়াও বক্তব্য রাখেন , জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মোমেন আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের নেতা, রাজা চৌধুরী,জয়পুরহাট জজ কোর্টের পিপি ও জেলা প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল, জেলা আঃলীগ নেতা নন্দলাল পারসী, পাঁচবিবি উপজেলার সংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমিনুল ইসলাম বাবুল প্রমুখ।
সম্মানিত অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন আঃলীগ সহসভাপতি এস এম সুলাইমান আলী। কলকাতা প্রেসক্লাবের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ে লেখা বই উপহার প্রদান করেন। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
Posted ১০:৩১ অপরাহ্ণ | রবিবার, ১৯ মার্চ ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD