বগুড়া সদরের নামুজা বন্দরে শ্বাশুড়ীকে ছুরিকাঘাত এর ঘটনায় শ্বাশুড়ীর মামলায় ঘাতক জামাইকে আটক করেছে পুলিশ। আটকৃত জামাই বগুড়া সদর থানার নামুজা মজিদপাড়া গ্রামের মৃত: সিরাজ উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৩০)।
জানা যায়, বগুড়া সদর থানার পার্শ্বেবর্তী শিবগঞ্জ থানাধীন বিহার পশ্চিম পাড়া গ্রামের বিলকিছ বানুর মেয়ে সাথি (২৮) কে প্রায় দেড় বছর পূর্বে বগুড়া সদর থানার নামুজা মজিদপাড়া গ্রামের মৃত: সিরাজ উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৩০) এর সাথে বিয়ে দেয়। বিয়ের পর থেকে বিল্লাল হোসেন তার স্তীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। একপর্যায়ে বিষয়টি নিরসনের জন্য বিলকিছ বানু তার মেয়েকে গত ২৪ আগষ্ট তালাক প্রদান করেন। এর প্রেক্ষিতে জামাই ক্ষিপ্ত হয়ে গত ৯ সেপ্টেম্বর বিকালে নামুজা বাজার এলাকায় শ্বাশুড়ীকে দেখে জামাই ধারালো ছোড়া দ্বারা গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ ঘটনায় শ্বাশুড়ী বগুড়া সদর থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ জামাই বিল্লাল হোসেন কে আটক করে।
এ ব্যাপারে সদর থানার এসআই জাহিদ মুঠোফোনে বলেন, শ্বশুড়ীকে ছুরিকাঘাতের মামলায় বিল্লাল হোসেন কে আটক করা হয়েছে। আটকৃতকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Posted ১২:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | Sazu Mia