গত রবিবার (৩১ জানুয়ারি) রাতে বগুড়া শহরে বিয়ে বাড়িতে বিষাক্ত মদপানে ৫ ব্যক্তির নিজ নিজ বাড়িতেই মৃত্যু বরণ করেন। নিহত ব্যক্তিরা হলেন- শহরের কাটনারপাড়া এলাকার মোজাহার বাবুর্চি (৭০), চায়ের দোকানদার সাজু মিয়া (৫৫), এবং পুরান বগুড়া এলাকার লোকমান মিস্ত্রীর ছেলে রমজান আলী (৪০), প্রেমনাথের ছেলে নিরঞ্জন সুমন (৩৮) ও ফুলবাড়ি সরকারপাড়া এলাকার আব্দুল জলিল (৬৫)।
স্থানীয়রা জানান, শহরের তিনমাথা এলাকায় একটি বিয়ে বাড়িতে মদ খেয়ে পুরান বগুড়া এলাকার প্রেমনাথের ছেলে সুমন এবং রমজান আলী অসুস্থ হয়ে পড়ে। সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে তাদের বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন। অপরদিকে শহরের কালিতলা এলাকায় রবিবার রাতে মদ পান করে মোজাহার আলী, সাজু মিয়া এবং আব্দুল জলিল। এরপর বাড়িতে ফিরলে অসুস্থ হয়ে তারা মারা যান।
৩নং ওয়ার্ড কাউন্সিলর তরুন কুমার চক্রবর্তী জানান, কালিতলা এলাকায় বিষাক্ত এ্যালকোহল পান করে তিনজন অসুস্থ হয়ে নিজ বাড়িতেই মারা গেছেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়নু কবির জানান, খবর পেয়ে নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তাদের স্বজনেরা মদপানে মারা যাওয়ার বিষয়টি অস্বীকার করেছে।
Posted ৪:৫১ অপরাহ্ণ | সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD