বগুড়ার ৮নং গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এ.কে.এম কাওছার আলী খোকন সরকারের উদ্যোগে ৪ শতাধিক গরীব, অসহায় পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার রাতে বাঘোপাড়া উত্তর পাড়া ৯ নং ওয়ার্ডে শত শত মানুষের উপস্থিতিতে প্রতিটি পরিবারের জন্য ১ কেজি তেল, ১ কেজি ডাল ও ১০ কেজি করে পিয়াজ প্রদান করা হয়।
এ.কে.এম কাওছার আলী খোকন সরকার করোনাকালীণ সময়েও এলাকায় গরীব, দুখী, আসহায় মানুষের কল্যানে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। তিনি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও গোকুল টি.এন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি উল্লেখ করে আগামী নির্বাচনে ৮নং গোকুল ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করেন। এসময় তিনি মানুষের পাশে কাজ করতে দল-মত নির্বিশেষে নির্বাচিত করলে এলাকার উন্নয়নে ব্যাপক কাজ করতে চান।
বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম-এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এলাকার সুধীজন জহুরুল ইসলাম, আব্দুর রউফ দুলা, মোস্তাফিজার রহমান মোস্তাক, এ আর রাকিব, রেজা মাহমুদ, কামাল হোসেন, সোহাগ হাসান রুবেল, বাদল ইসলাম, সেলিম, মোকলেছার রহমান, রহমান, আপেল মাহমুদ, আবু হায়েন প্রমুখ।
Posted ৬:২৮ অপরাহ্ণ | শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD