গোলাম রব্বানী শিপন: আসন্ন পবিত্র ঈদুল-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩এপ্রিল) বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদে ৯১৫টি নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এ বিতরণ কার্যক্রম উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে করা হচ্ছে। এসব চাল পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন উপকার ভোগীরা।
লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আবু নাসের ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ বলেন, অসহায় দরিদ্র পরিবার গুলোর জন্য ঈদ উপহার হিসেবে সরকার যে নিয়মে পাঠিয়েছে আমরা সেভাবেই তাদের মাঝে বরাদ্দ করছি।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব শামিমা আক্তার, ইউপি সদস্য মাহফুজার রহমান, আল আমিন, সিরাজুল ইসলাম, জহুরুল ইসলাম, পলাশ মাহমুদ, মোকলেছুর রহমান, মুক্তার হোসেন, নান্টু মিয়া, সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা গোলাপী বেগম, আঞ্জুয়ারা বেগম, লিলি বেগম, উদ্যোক্তা এনামুল হক উকিল, হিসাব সহকারী আব্দুর রাজ্জাক সহ অত্র ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।
Posted ১০:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD