মহান মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আজ দিনব্যাপি বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের বালা কৈগাড়ী নিউ মর্ডান ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ক্রীকেট ফাইনাল খেলা বালা কৈগাড়ী স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম প্রহরে খেলার উদ্বোধন করেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক হাবিবুর রহমান নূহু। রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম মৃধা বলেন, খেলাধুলাই পারে সমাজে বিভিন্ন অপরাধ মূলক কাজ থেকে যুব সমাজকে দূরে রাখতে। এছাড়া খেলাধুলার মাধ্যমে একজন মানুষ নিজেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে পারে। তাই মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নাই।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাহবুবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রকিব, বিএনপিনেতা ফেরদৌস আলম, এনামুল হক বাবলু, আব্দুল লতিফ প্রাং, আব্দুল গফুর বাদশা, আব্দুস সালাম, মুকুল মিয়া, আব্দুর রহিম, খোকন মিয়া, ওমর ফারুক, আলহাজ রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম সাফি, আবুল কাশেম, রবিন তালুকদার, এনামুল হক নাছিম, ছামছুল আলম, রাবিকুল ইসলাম পাপ্পু প্রমুখ। শেষে অতিথি বৃন্দ খেলায় বিজীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
Posted ১০:০৯ অপরাহ্ণ | শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD