বগুড়া সদরের গোকুল পলাশবাড়ী দক্ষিণপাড়া বঙ্গবন্ধু একতা ক্লাবের উদ্যােগে মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে রবিবার সন্ধ্যায় ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু একতা ক্লাবের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরাম হোসেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী একেএম কাওছার আলী খোকন সরকার।
এসময় তিনি বলেন মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলা কোন বিকল্প নেই, পড়াশোনার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চা যুব সমাজের শারীরিক ও মানুষিক বিকাশ ঘটায়, সমাজের বিভিন্ন অপরাধ প্রবনতা কমিয়ে দেয়, তাই যুব সমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধূলা করা দরকার। সেই সাথে এমন সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য অত্র ক্লাবের সকল সদস্যদের তিনি ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি রোকনুজ্জামান রোকন, বিশিষ্ট সমাজ সেবক মাসুদ রানা, মহাস্থান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস আই সুমন, সাংবাদিক আব্দুল বারী, সোহাগ মাহবুব, খাজা রতন মনিরা হৃদয় তুতুল, যুবলীগ সদস্য মিজানুর রহমান রাঙ্গা, মামুনুর রশিদ মামুন, সমাজ সেবক ও ব্যবসায়ী আবুল কালাম আজাদ, রাজু আহম্মেদ, আব্দুল হাকিম হালিম, আব্দুল হান্নান, এসএম স্বপন, পারভেজ হোসেন, রায়হান, ফুয়াদ, শামিম, আল আমিন সহ অত্র সংঘের সদস্যবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালন করেন সাংবাদিক এস এম সালমান হৃদয়। প্রথম পর্ব পুরস্কার বিতরণ শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Posted ৯:৩১ অপরাহ্ণ | সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura | MTI SHOPON MAHMUD