আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবিবার রাতে বগুড়া সদরের গোকুল ছোট ধাওয়াকোলা নিউ স্পোটিং ক্লাবের উদ্দ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য আইয়ুব খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন গোকুল ইউনিয়ন পরিষদ প্রার্থী একেএম কাওছার আলী খোকন সরকার।
অনুষ্ঠানে তার নিজস্ব উদ্যোগে শতাধিক অসহায়-দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। নিউ স্পোটিং ক্লাবের সভাপতি মোঃ মধু হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন সম্ভাব্য মেম্বার প্রার্থী জাকির আকতার খান ঝন্টু, সাংবাদিক আতিকুর রহমান খান মিন্টু, মহিলা মেম্বার প্রার্থী মোছাঃ রিনা বেগম, ব্যবসায়ী মোস্তাক আহম্মেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নিউ স্পোটিং ক্লাবের সকল সদস্যবৃন্দ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সোহেল রানা।
Posted ১০:১৯ অপরাহ্ণ | সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura | Trisha Mahmud