বগুড়া সদরের গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আজ শুক্রবার সকাল ১১টায় স্থানীয় কেন্দ্রীয় জামে মসজিদের ৫ম তলা বিশিষ্ট শুভ উদ্বোধনী অনুষ্ঠান এর আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ এর সভাপতিত্বে ও অত্র মসজিদ কমিটির সদস্য সচিব ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু’র সঞ্চালনয়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া চেম্বার অব কর্মাস ইন্ড্রাষ্টির সভাপতি ও জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মোঃ মাসুদুর রহমান মিলন (সিআইপি)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুলতান মাহমুদ চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদর চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক,শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, চেম্বার অব কর্মাস ইন্ড্রাষ্টির সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য এবং সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, গোকুল কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সভাপতি ও বিএনপি নেতা ফেরদৌস আলম পিলু, ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ও ইউপি সদস্য আলী রেজা তোতন।
এ সময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সরকার সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এমআর বিপ্লব, শ্রমিকলীগ নেতা শফিকুল ইসলাম আপেল,মসজিদের সভাপতি তরিকুল ইসলাম তালিম,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু , সদস্য এবিএম মিলন, ডাঃ শফিকুল ইসলাম মিঠন, ইউপি সদস্য সাজেদুল ইসলাম সুজন, জহুরুল ইসলাম,মাহফুজার রহমান,রবিউল ইসলাম রাজ,আলহাজ্ব আমিনুল ইসলাম, আব্দুর রহমান, এমরান রনি, জোবাইদুর রহমান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের খতিব মাওঃ মোঃ তাজুল ইসলাম।
Posted ৮:০১ অপরাহ্ণ | শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD