বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদে ২০২১-২০২২ অর্থ বছরের ২৪১ টি কার্ডের ভিজিডি চাল বিতরনের শুভ উদ্বোধন করা হয়। রবিবার সকাল ১১ টায় ইউপি চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ এর সভাপতিত্বে ভিজিডি চাল বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার লায়লুন নাজমা বেগম, ইউপি সচিব আজমল হোসেন দুলাল, ইউপি সদস্য এমদাদুল হক দুলাল,জাকির হোসেন, নজমল হোসেন মজো, হাজেরা বেগম, রুমি বেগম প্রমুখ।
Posted ১০:৪০ অপরাহ্ণ | রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD