সোমবার দুপুরে বগুড়া গালাপট্টি দলীয় কার্যালয়ে আসন্ন বগুড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সভায় বগুড়া পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী রেজাউল করিম বাদশা এবং শ্রমিক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা বিএনপি মনোনীত ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী শিরিন আক্তার শিল্পির পক্ষে গণজোয়ার সৃষ্টির জন্য সকলকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানানো হয়।
উক্ত কর্মী সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল হামিদ মিটুল, সভা পরিচালনা করেন বগুড়া শহর শ্রমিক দলের সভাপতি লিটন শেখ বাঘা। কর্মী সভায় বক্তব্য রাখেন- বগুড়া জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ইমরান হোসেন সুলতান, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফিক, শহিদুল ইসলাম খোকন, সাদেকুর রহমান সালু, আমজাদ হোসেন, কামরুল হাসান মধু, সাংগঠনিক সম্পাদক এস.আলম, শহিদুল ইসলাম সহিদ।
আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, ধুনট উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন, শেরপুর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ হারুন, নন্দীগ্রাম উপজেলা শ্রমিক দলের সভাপতি ওবায়দুল হক রবি, সোনাতলা উপজেলা পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, গাবতলী উপজেলা শ্রমিক দলের সভাপতি রাঙ্গা, সোনাতলা উপজেলা শ্রমিক দল নেতা ও পৌর যুব শ্রমিক দলের সাবেক সভাপতি এম,এ ইসলাম আরিফ প্রমুখ।
Posted ১১:১৫ অপরাহ্ণ | সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD