বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল রোজ মঙ্গলবার অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অডিটরিয়ামে অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম তাপস, বগুড়া সরকারি কলেজের অধ্যক্ষ নুরুন্নবী, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, বগুড়া মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোকাব্বর হোসেন, বগুড়া কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন, নুনগোলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির অভিভাবক সদস্য ডাঃ শাহজাহান আলী, সাইরুল ইসলাম, আতিকুর রহমান, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ, বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু মানেজার জামিল হোসেন, সহকারী প্রধান শিক্ষক ইয়াছমিন সুলতানা, শিক্ষক প্রতিনিধি শহীদুল ইসলাম, স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি আনজুয়ারা খাতুন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম বলেন, দেশের মানুষ এখন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠছে অসাম্প্রদায়িক চেতনায়। সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় রীতি পালন করছেন নিজেদের ধর্মীয় চেতনায়। এদেশের মানুষ প্রতিটি উৎসবে এক হয়ে তা পালন করে। ধর্ম-বর্ণ নির্মিশেষে সকলে একহয়ে উৎসবে মেতে উঠে। তাই আমাদের সকলকে একহয়ে থাকতে হবে যাতে করে আর কোন অপশক্তি ধর্মের নামে দেশের মাঝে কোন অরাজকতা সৃষ্টি করতে না পারে। সকল মিলে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলতে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ১৩০জন শিক্ষক কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
Posted ১:০১ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ এপ্রিল ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD