বগুড়া জেলা গোয়েন্দা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ১৫হাজার জাল টাকাসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে। বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধায়নে ডিবি, বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি টিম ইং ২৫/০৫/২০২২ তারিখ ১৭.০০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন সাবগ্রাম চারমাথায় মাটিডালি টু বনানীগামী ২য় বাইপাস পাকা রোডের পূর্ব পার্শে শিক্ষার্থী ছাউনির মধ্যে হইতে ১৫,০০০ ( পনের হাজার) জাল টাকাসহ আসামী ১। মোঃ মাহমুদ আলী ওরফে মামুদ আলী (৫০), পিতা-মৃত আব্দুল জব্বার, সাং বড় টেংড়া, থানা ও জেলা বগুড়াকে গ্রেফতার করেন।
বগুড়া ডিবির অপর একটি টিম একই তারিখ ১৮.২০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন তিনমাথা নামক স্থানের কাহালু রোডের দক্ষিন পার্শ্বে হাজীর মিল সংলগ্ন মায়ের দোয়া এন্টারপ্রাইজ স্টীল ওয়ার্কসপ এর সামনের ফাকা জায়গা হইতে আসামী ২। মো: আরিফুল ইসলাম(২৯), পিতা-মো: নিলু প্রাং, সাং-ইসলামপুর হরিগাড়ী নয়াপাড়া, থানা-ও জেলা বগুড়াকে ০১ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
ইহা ছাড়াও ইং ২৬/০৫/২০২২ তারিখ ০১.৪৫ ঘটিকার সময় বগুড়া ডিবির অপর একটি টিম বগুড়া জেলার সদর থানাধীন পৌরসভার জহুরুল নগর মদিনা মসজিদ এর পূর্ব পার্শ্বে খায়রুজ্জামান এর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর হইতে ১০০০(এক হাজার) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী ৩। মোঃ হাবিবুর রহমান হাবিব(২৩), পিতা-মোঃ আ: করিম, সাং-গাংজোয়া, থানা-পীরগঞ্জ ও জেলা-রংপুর ৪। মো: আমিনুল ইসলাম(৪৭) ,পিতা-মৃত আমজাদ হোসেন, সাং-পানিসারা, থানা-কাহালু, জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। প্রকাশ থাকে যে, ধৃত ২নং আসামী আরিফুল ইসলামের বিরুদ্ধে ইতিপূর্বে ০১টি অস্ত্র আইনে মামলা রয়েছে বলে ডিবি সূত্র জানান।
Posted ৮:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD