বগুড়া জেলার পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে বগুড়ার ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বগুড়ার ডিবি পুলিশের টিম মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।
১২ মার্চ রাত ৯টা ১০মিনিটের সময় বগুড়া শাজাহানপুর থানার বনানী সাকিনস্থ হক ফিলিং স্টেশন হইতে ২ কেজি গাঁজাসহ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার অনন্তপুর বুড়াটারি এলাকার মোঃ আলী উদ্দিনের ছেলে গাঁজা ব্যবসায়ী আলমগীর হোসেন(২৬) সহ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার চাকেরকুঠি গ্রামের আলহাজ্ব সামছুল হক দেওয়ানীর ছেলে গাঁজা ব্যবসায়ী শাহ আলীৎ(৩৩), ও রুস্তম আলীর ছেলে গাঁজা ব্যবসায়ী শুকর আলী(৩৭), কে গ্রেফতার করে বগুড়ার ডিবির পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে আসামী মোঃ আলমগীর হোসেনের নামে বগুড়ার আদমদীঘি থানায় ৬০ কেজি গাঁজার একটি মাদক মামলা বিচারাধীন রহিয়াছে।
Posted ২:৫৬ অপরাহ্ণ | শনিবার, ১৩ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | Trisha Mahmud