বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বারের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে বগুড়ার ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ডিবি টিম বগুড়ার মাদকবিরোধী অভিযানে ৪৯ বোতল ফেন্সিডিল এবং মাদক বহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী মোঃ মাহাতাব আলীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বগুড়ার ডিবির একটি টিম ১২ই ফেব্রুয়ারী (শুক্রবার) রাত্রি সাড়ে ১০ টার সময় বগুড়া সদর থানার দত্তবাড়ী কাজী মসজিদের উত্তর পার্শ্বে দত্তবাড়ী হইতে চেলোপাড়া গামী পাকা রাস্তার উপর হইতে আটককৃত মোটর সাইকেলের সীটের নিচে ১৬ বোতল ও তেলের ট্যাংকির ভিতর বিশেষ কায়দায় ফিটিং অবস্থায় রক্ষিত ৩৩ বোতল সর্বমোট ৪৯ বোতল ফেন্সিডিলসহ দিনাজপুর জেলা হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত চাঁন মিয়া ওরফে চান্দু শেখের ছেলে মাদক ব্যবসায়ী মহাতাব আলী (৪৮)কে গ্রেপ্তার করেন বগুড়া ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৪:১৪ অপরাহ্ণ | শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD