বগুড়ায় মাত্র ২০ হাজার টাকা মুক্তিপণ না পেয়ে ৯বছর বয়সী শিশু রাজ মামুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গ্রেফতারের পর পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছেন ফরিদুল ইসলাম নিজেই। ফরিদুলের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়। তিনি শ্রমিক হিসেবে ধান কাটার জন্য সারিয়াকান্দি এসেছিলেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৫ ডিসেম্বর সারিয়াকান্দির জামথল গ্রাম থেকে অটোরিকশায় করে মামুনকে অপহরণ করা হয়। এরপর তার বাবার মোবাইলে অপরিচিত ফোন নম্বর থেকে ফোন করে মুক্তিপণ হিসাবে ২০ হাজার টাকা দাবি করা হয়। মুক্তিপণের টাকা পরিশোধ না করলে মামুনকে হত্যার হুমকি দেন ফরিদুল। টাকা না পেয়ে ওই রাতেই মামুনকে শ্বাসরোধ করে হত্যা করে।
আজ বুধবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এই তথ্য জানানো হয়েছে।
গত ৭ ডিসেম্বর দিবাগত রাতে মামুনের লাশ উদ্ধার করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ফরিদুলকে গ্রেফতার করা হয়।
বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ চক্রবর্ত্তী জানান, প্রাথমিকভাবে ফরিদুল স্বীকার করেছেন তিনি ঋণ থেকে উঠে দাঁড়ানোর জন্য মুক্তিপণের আশায় মামুনকে অপহরণ করেছিলেন। মুক্তিপণের টাকা না পাওয়ায় তাকে শ্বাস রোধ করে হত্যা করেছেন।
Posted ৪:৫১ অপরাহ্ণ | বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD