আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বগুড়া শহর শাখার সাংগঠনিক সম্পাদক নাহিদুজ্জামান নাহিদকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ মে (শনিবার) সকাল সাড়ে ১১টায় বগুড়া শহরের সাতমাথায় শহর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিমুল বারী নাসিম।
সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবু বক্কর সিদ্দীকি,যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল কাদির শিফন, আব্দুর রউফ,শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন শেখ,নিহত নাহিদের মা, স্ত্রী সোমা। মানববন্ধনে তার শিশু সন্তানসহ সংঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক লীগ একটি সুসংগঠিত সংগঠন। দলের যেকোন কর্মসুচীতে তারা অগ্রনী ভুমিকা পালন করে। স্বাধীনতা বিরোধী চক্ররা প্রতিনিয়ত তাদের কর্মকান্ডে বিরোধীতা করে আসছে। তারা এলাকায় দখলদারী, বালুদস্যুতাসহ নানা অপকর্মে লিপ্ত। তাদের সকল অবৈধ কর্মকান্ডে বাধা দিলেই তারা হত্যাকান্ডে মেতে ওঠে। তাদের নির্মমতার শিকার হয়েছেন আশীষ, রনি, অরেঞ্জ সবশেষে হত্যা করেছে নাহিদুজ্জামান নাহিদকে। আমরা এইসব হত্যাকান্ডের বিচার সহ সকল চিহ্নিত অপরাধী খুনিদের বিচার দাবি করছি। নাহিদ হত্যাকান্ডে যারা জড়িতদের আগামী সাত দিনের মধ্যে গ্রেপ্তার করা না হলে শহর স্বেচ্ছাসেবক লীগ কঠোর কর্মসুচী দিতে বাধ্য হবে।
Posted ৫:০৩ অপরাহ্ণ | শনিবার, ১৩ মে ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD