বগুড়ায় সাত বছরের শিশু মাহি ধর্ষণ ও হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বগুড়ার ধুনট উপজেলার নশরতপুর গ্রামের মোজাম্মেলের ছেলে বাপ্পি আহম্মেদ (২৪), দলিল উদ্দিন তালুকদারের ছেলে কামাল পাশা (৩৭), ছানোয়ার হোসেনের ছেলে শামিম রেজা (২৪) এবং মৃত সাহেব আলীর ছেলে লাভলু শেখ (২৩)। রাষ্ট্রপক্ষের স্পেশাল পিপি অ্যাডভোকেট আশিকুর রহমান সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৪ ডিসেম্বর নশরতপুর গ্রামে ইসলামি জালসা চলাকালে আসামিরা শিশু মাহি উম্মে তাবাসসুমকে বাদাম কিনে দেওয়ার কথা বলে পাশের স্কুলে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করে। পরে মরদেহ বাঁশঝাড়ে ফেলে যায়। ওই ঘটনায় শিশু মাহির বাবা বাদি হয়ে মামলা করলে আদালত এই রায় দেন।
Posted ৬:১৯ অপরাহ্ণ | রবিবার, ২৩ অক্টোবর ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD