বগুড়ায় শপথ নিলেন তিন উপজেলার ২৬টি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা। আজ বুধবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ পরিচালক মামুনুর রশীদ, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন সান্নু, ধুনট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মোহন্ত, সদরের ইউএনও সমর পাল, সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা এএসএম জাকির হোসেনসহ আরো অনেকে।
এ সময় বগুড়ার সদর উপজেলার ৭জন, ধুনট উপজেলার ১০জন ও শাজাহানপুর উপজেলার ৯জন নবনির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেন। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তারা নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
তৃতীয় ধাপে গত ২৮ নভেম্বর বগুড়ার এই তিন উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।
Posted ৬:৩০ অপরাহ্ণ | বুধবার, ১২ জানুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD