বগুড়ায় চার উপজেলার ২১ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানেরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর ৩ টার দিকে জেলা প্রশাসক মো. জিয়াউল হক শপথ বাক্য পাঠ করান।
চার উপজেলার ২১ ইউনিয়নের মধ্যে সদর উপজেলার ০২ , সোনাতলা উপজেলার ০৭, সারিয়াকান্দি উপজেলার ১০ এবং গাবতলী উপজেলার ০২ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ পরিচালক মামুনুর রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর পাল, সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম জাকির হোসেন উপস্থিত ছিলেন।
এর আগে বগুড়ায় ২১ ইউপিতে ৩১ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়।
Posted ৮:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD