বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর এর লাঙ্গল মার্কার নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে সদরের সাবগ্রাম হাটে স্থানীয় মুরুব্বি আলহাজ্ব আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে লাঙ্গল মার্কার প্রার্থী নুরুল ইসলাম ওমর।
সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যানএইচ এম ইকবাল, আরিফুল ইসলাম শহীদ, শরিফুল ইসলাম বাবু, আলমগীর হোসেন, মাকসুদ আলম, ইউনিয়ন জাপার সভাপতি নুর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি স্বপন মিয়া, সাবগ্রাম ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার রাশেদা বেগম, আছমা আক্তার শিল্পি, জাপা নেতা, সাজো, মুকুল, মিঠুচন্দ্র, স্বপন প্রমূখ।
বক্তারা আগামী ১ ফেব্রুয়ারীর নির্বাচনে এলাকার সার্বিক উন্নয়নে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে ওমর ভাইকে পুনরায় নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।
Posted ৮:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD