বগুড়া র্যাবের পৃথক পৃথক অভিযানে ৩৩.৫ লিটার চোলাইমদ ও ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
আজ মঙ্গলবার বিকেলে বগুড়া সদর উপজেলার জলেশ্বরীতলাস্থ গাজী প্লাজারের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সাহারুল ইসলাম বাবু (২১) নামে একজনকে চোলাইমদসহ গ্রেফতার করা হয়। সাহারুল বগুড়া শিবগঞ্জ উপজেলার শিলাদেবীর ঘাট গ্রামের বাসিন্দা। তার বাবার নাম তারা মিয়া।
অপর একটি আভিযানিক দল এদিন বিকেলেই বগুড়া সদর উপজেলার শশীবদনী (দক্ষিনপাড়া) এলাকা থেকে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ সিরাজুল ইসলাম (৫২) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি শশীবদনী (দক্ষিণপাড়া) এলাকার মৃত ছমির উদ্দীনের ছেলে।
আজ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাই মদ ও ট্যাপেন্টাডলসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
Posted ১০:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD