র্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,ঢাকা হইতে ঠাকুরগাঁও গামী শ্যামলী পরিবহনে কতিপয় ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা হেফাজতে রাখিয়া বহন করিতেছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ২৭ ডিসেম্বর তারিখ ০৪.০০ ঘটিকায় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন সাজাপুরস্থ আকিজ সিএনজি গ্যাস ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করিয়া অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী আসামী ১। মোঃ মনির হোসেন (৩৮), পিতা-মৃত দুলু মিয়া, সাং- চাঁনদোলা, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা, ২। মোঃ দেলোয়ার হোসেন (৬০), পিতা- মৃত আকমত আলী, সাং-এলাহাবাদ, থানা-দেবীদ্বার, জেলা-কুমিল্লাদ্বয়’কে মোট ১০ কেজি গাঁজা, ০২ টি মোবাইল, ০৩ টি সীম, ২৩৯০/- টাকাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
Posted ৮:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD