বগুড়া শহরের স্টেশন রোড এলাকার বীর মুক্তিযোদ্ধা হাসেন আলী সরকার রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাষ্ট সুপার মার্কেটের সামনে শনিবার (১৭ই সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ক্ষুদ্র ব্যবসায়িদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মানববন্ধনে বাংলাদেশ রেলওয়ে কল্যাণ ট্রাস্টের অধীনে বগুড়া রেলওয়ে ক্ষুদ্র ব্যবাসায়ি সমিতির মার্কেট নির্মাণ ও মার্কেটের কাগজ দেয়া এবং দোকান ঘর বরাদ্দের দুর্নীতি প্রতিরোধে রেল প্রশাসনের কাছে অনুরোধ করেন ক্ষুদ্র ব্যবসায়িরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মার্কেট নির্মাণাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান শুকরা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ আব্দুল মান্নান আকন্দ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের মধ্যে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, শামীম হোসেন, দিপু, রেজাউল করিম, আলিম, মুকুট, হোসেন আলী, ফারুক হোসেন, ইয়াদুদ, লিটন প্রমুখ। এছাড়াও মানববন্ধনে প্রায় দুই শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (১৪ সেপ্টেম্বর) শহরের স্টেশন রোড এলাকার বীর মুক্তিযোদ্ধা হাসেন আলী সরকার রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাষ্ট সুপার মার্কেটের অবৈধ দোকান ভেঙে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ওই দিন বেলা ১২ টার দিকে বাংলাদেশ রেলওয়ের অভিযানে প্রায় ১২ হাজার ৬০০ বর্গফুট জায়গার উপর নির্মিত অবৈধ দোকানগুলো ভেঙে ফেলা হয়। উক্ত অভিযানটি পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্ণেন্দু দেব।
Posted ৬:০০ অপরাহ্ণ | শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD