বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা দক্ষিণপাড়া (কাওমী) হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিংয়ে ঘুমন্ত মাদ্রাসা ছাত্র (১১) কে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার সহকারী আরবি শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করে ওই ছাত্রের পরিবার। অভিযোগের প্রেক্ষিতে শিক্ষক আবুল হাসান বাবু (২৬) কে আটক করে পুলিশ। সে গাইবান্ধা সাঘাটা উপজেলার বাজিদনগর চরপাড়া গ্রামের আব্দুর রহমানের পুত্র।
ভুক্তভোগী ছাত্রের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আবাসিক হলে ঢুকে ঘুমের মধ্যে ওই শিশু ছাত্রকে বলাৎকারের চেষ্টা করে অভিযুক্ত শিক্ষক। এসময় ওই ছাত্র চিৎকার করলে তার সহপাঠিরা জেগে উঠলে সেই মুহূর্তে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত শিক্ষক।
ঘটনার প্রথম দিন পর সকালে বাড়ি গিয়ে নিজ পরিবারকে বিষয়টি জানায় ওই ছাত্র। এরপর বিষয়টি এলাকায় জানাজানি হলে উত্তেজিত জনতা অভিযুক্ত শিক্ষককে উত্তম- মাধ্যম দিয়ে মাদ্রাসার একটি রুমে আটক করে রাখেন। ছাত্রটির পরিবার লোকজন সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে ওই শিক্ষককে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানা উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহমেদ বলেন, আমি ও এসআই মোশামরফ সহ ফোর্স ঘটনাস্থল থেকে বলাৎকারের অভিযোগের ভিত্তিতে একজন শিক্ষক কে আটক করা হয়েছে। গণধোলায় এর কারণে অভিযুক্ত আহত হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ভর্তি করানো হয়েছে।
এরিপোর্ট পযর্ন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।
Posted ৭:৫৪ অপরাহ্ণ | শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | Sazu Mia