বগুড়ায় ট্রাক চাপায় আনোয়ার হোসেন বুলু (৩৬) নামের এক মাইক্রোবাস চালককে হত্যা করা হয়েছে। বুলু নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাসিন্দা। তার বাবার নাম মৃত মোজাম্মেল হক। শনিবার মধ্যরাতে নন্দীগ্রাম উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের তেঘরী এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ওসি মো. কামরুল ইসলাম।
পুলিশ ও বুলুর স্বজনরা বলছেন, বুলু পেশায় মাইক্রোবাস চালক। তিনি পাঁচজনকে নিয়ে নওগাঁ থেকে বগুড়ায় এসেছিলেন। মধ্যরাতে বাড়ি ফেরার পথে নন্দীগ্রাম উপজেলায় বুলুর সঙ্গে ওই পাঁচজনের ঝামেলা হয়। পরে তারা সবাই মাইক্রোবাস থেকে রাস্তায় নামেন। এক পর্যায়ে বুলুকে লাথি দিয়ে ট্রাকের নিচে ফেলে দেওয়া হয়। মাইক্রোবাসে বুলুরও দুই সহযোগি ছিলেন। জানা গেছে, তারা এ মামলার স্বাক্ষী হবেন। মামলার প্রস্তুতি চলছে।
ওসি কামরুল ইসলাম বলেন, বুলুকে লাথি মেরে ট্রাকের নিচে ফেলে হত্যা করা হয়েছে। গাড়িতে থাকা বুলুর দুই সহযোগি থানায় আছেন, তারা মামলার স্বাক্ষী হবেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।।
Posted ৩:২৪ অপরাহ্ণ | রবিবার, ০৩ জানুয়ারি ২০২১
Alokito Bogura | MTI SHOPON MAHMUD