নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উধ্বোগতি এবং আওয়ামীলীগ সরকারের দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে বগুড়া জেলা মহিলা দল। আজ সোমবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার দুর্নীতিতে সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। দেশের সর্বত্রই সরকারী দলের নেতাদের দুর্নীতির ছাপ। দুর্নীতির মাধ্যমেই তারা দেশকে আবার ৭২/৭৫ এ ফিরে নিয়ে যেতে চায়। সরকারের দুর্নীতির প্রভাব পড়েছে বাজারে। মানুষের মধ্যে হাহাকার দেখা দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামে আগুন লেগেছে। মানুষ বাধ্যহয়ে ছুটছে টিসিবির পেছনে। এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। জনগন এই দুর্নীতিবাজ বেহায়া সরকারের হাতথেকে মুক্তি চায়।
জেলা মহিলা দলের সভাপতি লাভলী রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমা আক্তারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারি তালুকদার বেলাল, বিএনপি নেতা জয়নাল আবেদীন চান, এম আর ইসলাম স্বাধীন, এ্যাড, রহিমা খাতুন মেরি, সুরাইয়া জেরিন রনি, সাবিনা ইয়াছমিন বেলি, সোহেলি মাহমুদ, শিরিন আক্তার শিল্পি, মুক্তা হাসান, হাজেরা বেগম প্রমূখ।
Posted ৮:০৯ অপরাহ্ণ | সোমবার, ১৪ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD