বগুড়ার শাজাহানপুরে স্কুলছাত্র বুলবুল হোসেন বিজয় (৯) হত্যার তদন্ত করতে গিয়ে সিআইডি পরিচয় দিয়ে টাকা দাবি করার অভিযোগে আমিনুল ইসলাম ওরফে নুরুজ্জামান (৩৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত নুরুজ্জামান বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান গ্রামের জয়নাল শাহের ছেলে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে মামলা দায়ের শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৩ই অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে প্রতারক আমিনুল ইসলাম @নুরুজ্জামান মাদলা লক্ষীকোলা কাজীপাড়া গ্রামে হত্যার শিকার স্কুলছাত্র বিজয়ের বাড়িতে গিয়ে নিজেকে সিআইডি পরিচয় দিয়ে তদন্তের খরচা বাবদ ১হাজার টাকা দাবি করেন।
এসময় বিজয়ের বাবা সাইদুল ইসলাম বিশ্বাস করে প্রথমে তাঁকে ৫’শত টাকা দেন। কিন্তু প্রতারক নুরুজ্জামান আরো ৫’শত টাকার জন্য চাপাচাপি করেন। সন্দেহ হলে তার কাছে সিআইডির পরিচয়পত্র দেখতে চান স্থানীয়রা। পরিচয়পত্র দেখাতে না পারলে স্থানীয় লোকজন তাকে গ্রেফতার করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত স্কুলছাত্র বুলবুল হোসেন বিজয়ের বাবা সাইদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা রুজু করেছেন। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।
Posted ১০:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD