বোনের জমি জোরপুর্ব দখল করতে গিয়ে মারামারিতে মা ও ছেলে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে। বাড়িঘর ভাংচুর। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানাগেছে, বগুড়ার মুরুইল ভালতা মল্লিক পাড়ায় মৃত্যু ছামছুল মন্ডল মারা যাওয়ার আগে তার স্বামী পরিত্যক্তা মেয়ে সপ্না বেগমকে বাড়িতে তিন শতক ও বিশ শতক আবাদি জমি লিখে দিয়ে যায়। সপ্না বেগম তার বাবা মারা যাওয়ার পরে আবারও অন্যত্র বিয়ে করে। এখন ছেলে বড় হয়েছে, বাড়ি ভিন্ন করার জন্য তার ভাই মুন্জুরুল হক মুন্জুর কাছে তার বাবার লিখে দেওয়া সম্পতি বের করে দিতে বলল্লে সে দিতে অস্বীকার করে এবং জোর পূর্বক দখল করে ঘরে তালা লাগিয়ে দেয়। তার বোন সপ্না ও ভাগ্নে সুলতানকে বেধড়ক মারপিট করে। এতে মা ও ছেলে গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপরে স্থানীরা জানান, গতকাল রাত আট টায় জমির ভাগ বাটোয়ারা নিয়ে ভাই-বোনের মধ্যে কথার কাটাকাটির এক পর্য়ায়ে মুন্জুরুল হক মুন্জু, ডালিম ও এখলাছ, সপ্না ও তার ছেলে সুলতানকে মারপিট করে রাস্তায় ফেলে রাখে ও তাদের ঘরে তালা লাগিয়ে জোরপূর্বক দখল করে। পরে প্রতিবেশিরা এগিয়ে আসে এবং মা ও ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
এব্যাপরে সপ্নার স্বমী হাফিজার জানান, আমি বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়নে থাকি, আমার স্ত্রী ও ছেলে এখানে থাকে। আমার শশুরের দেয়া সম্পত্তি জোরপূর্বক দখল করার জন্য মুন্জুরুলসহ তিন/চার জন আমার স্ত্রী ও ছেলেকে রাতেরে আধারে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িতে তালা লাগিয়েছে। এব্যাপরে মুন্জুরুলের সাথে কথা বললে তিনি জানান, আমার বাবা লিখে দিলেই তাকে বাড়িতে জায়গা দিতে হবে ? তাকে বাড়ির বদলে অন্য জমিতে দেওয়া হবে।
Posted ৪:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | Trisha Mahmud