বগুড়ায় এক নারীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগে রাজন নামের একজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আসামী রাজন মিয়া (২৭) বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বারপুর লালীপাড়া গ্রামের (হাছেন পাগলার মাজার সংলগ্ন) রেজাউল করিম এর পুত্র বলে জানা গেছে। লম্পট রাজন ১ পুত্র সন্তানের জনক বলে জানা গেছে।
পুলিশ ও বিশ্বস্তসুত্রে জানা যায়, গ্রেফতার হওয়া রাজন বিবাহিত হওয়ার পরেও তার পরিচয় গোপন রেখে দীর্ঘদিন যাবত এক নারীকে বিবাহের প্রলোভন দিয়ে ফুসলিয়ে শারিরীক সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে ঐ নারী বিবাহের জন্য চাপ দিলে রাজন বিয়ে না করার জন্য বিভিন্ন তালবাহানা করতে থাকে। এরই একপর্যায়ে ধর্ষণের শিকার ঐ নারী নিরুপায় হলে বগুড়া সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর খোকন আলোকিত বগুড়া’র প্রতিনিধিকে জানান, ভিকটিম মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে আসামী রাজন মিয়াকে গ্রেফতার করে এবং আজ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে আসামীকে প্রেরণ করা হয়েছে।
Posted ১১:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD