বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় তিন বছর কারারুদ্ধ করে রাখার প্রতিবাদে আজ সোমবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া জেলা কমিটির আয়োজনে জজ কোর্টের সামনের রাস্তায় বিক্ষোভ ও কালো পতাকা সমাবেশ করে।
ফোরামের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাড. মোজাম্মেল হক এর পরিচালনায় বক্তব্য রাখেন ফোরামের সভাপতি অ্যাড. আজগর আলী, বার কাউন্সিলের সাবেক সদস্য ও সাবেক এমপি অ্যাড. একেএম হাফিজুর রহমান, বগুড়া বারের সভাপতি অ্যাড. শফিকুল ইসলাম টুকু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক পিপি অ্যাড. একেএম সাইফুল ইসলাম, অ্যাড. আব্দুল বাছেদ, অ্যাড. নাজমুল হুদা পপন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগন অবিলম্বে বেগম খালেদা, তারেক রহমানসহ বিএনপির সকল নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবী জানান।
Posted ৬:১২ অপরাহ্ণ | সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD