বুধবার ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় বাড়ি মেরামতের কাজ করতে গিয়ে ককটেল বিস্ফোরনে শ্রমিক আহত

নিজস্ব প্রতিবেদক, আলোকিত বগুড়া   শুক্রবার, ০২ জুন ২০২৩
300 বার পঠিত
বগুড়ায় বাড়ি মেরামতের কাজ করতে গিয়ে ককটেল বিস্ফোরনে শ্রমিক আহত

বগুড়ায় বাড়ি মেরামতের কাজ করতে গিয়ে সিলিং এ পড়ে থাকা ককটেল বিস্ফোরনে এক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় শহরের সূত্রাপুর এলাকার পৌর উচ্চ বিদ্যালয়ের পিছনে এ ঘটনা ঘটে। এই ঘটনার পরপরেই পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। আহত শ্রমিকের নাম আব্দুল বাছেদ (৩৫)। বাছেদ বগুড়ার শাজাহানপুর উপজেলার আতাইল গ্রামের হাফিজারের ছেলে। সে সিএনজিচালিত অটোরিক্সা চালক। মাঝে মাঝে নির্মান শ্রমিকের কাজও করেন।

জানা যায়, বাড়িটির ওই এলাকার মৃত দুলাল হোসেনের। পরবর্তীতে তার মেয়ে সেলিনা আক্তার শিউলি তার মায়ের কাছে এই বাড়িটি ক্রয় করেন। সেলিনা শহরের সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। প্রায় আট বছর আগে তিনি মারা যান। পরে বাড়িটি ক্রয় করে সেলিনা আক্তার মাকে নিয়ে সেখানেই বসবাস করছিলেন।


বগুড়া সদর থানার তদন্ত পরিদর্শক আব্দুর রউফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। স¤প্রতি এই বাড়িটি সংস্কারের উদ্যোগ নেন সেলিনা। এ জন্য শুক্রবার সকালে শ্রমিকরা কাজ করছিলেন বাড়িতে। সোয়া নয়টার দিকে বাড়ির চালের টিন খোলার সময় সিলিংয়ে কয়েকটি বোমা সদৃশ্য বস্তু দেখতে পান বাছেদ। সেগুলো নাড়াচাড়া করার সময় একটি বিস্ফোরণ হলে বাছেদের হাত ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। আর পুলিশ এসে বাড়ির সবাইকে বের করে দিয়েছে। তবে ঘটনার পর বাড়ির বর্তমান মালিক সেলিনা আক্তারকে পাওয়া যায়নি।

মুন নামে এক প্রতিবেশি বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায়। বের হয়ে দেখি সেলিনা আপাদের বাড়িতে বিস্ফোরণ হয়েছে। আর আহত শ্রমিককে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে কয়েকজন।


বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম ডিসপোজাল টিম আসবে। সূত্রাপুরের এই বাড়িতে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিন্তু এটি কী ধরনের ব্স্তু তা আমরা নিশ্চিত নই। তবে সেখানে দুটি গোলাকার বস্তু দেখা গেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম ডিসপোজাল টিমকে খবর দেয়া হয়েছে। তারা রওয়ানা দিয়েছে।

তিনি আরও জানান, আমরা নিরাপত্তার খাতিরে ওই বাসার সবাইকে অনত্র চলে যেতে বলেছি। এ ছাড়া এ ঘটনায় আরও খোঁজখবর করা হচ্ছে।


 

Facebook Comments Box

Posted ৯:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জুন ২০২৩

Alokito Bogura || আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

সহ-বার্তা সম্পাদক: মোঃ সাজু মিয়া

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!