বগুড়ার শেরপুরে বাসের চাপায় সিএনজি চালকসহ ৫ জন নিহতের ঘটনায় ঘাতক বাস চালক সাইফুল ইসলাম (৫৬) কে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার একতা হোটেলের সামনে থেকে পলাতক সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম, ঢাকার বেগুনবাড়ী এলাকার জানে আলমের ছেলে ও হানিফ পরিবহনের চালক।
র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসা) মো. মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গত ২৬ জানুয়ারী বাবুল প্রমানিক সিএনজি নিয়ে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় সিএনজি চালানোর সময় হানিফ পরিবহনের একটি যাত্রিবাহী বাস বেপরোয়া গতিতে এসে সিএনজি সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় হানিফ পরিবহনের ড্রাইভার বাস নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে সিএনজির চালকসহ ৫ জন মারা যায়। পরে ২৭ জানুয়ারীন নিহত সিএনজি চালকের ছেলে বাদী হয়ে শেরপুর থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করে।
এ ঘটনায় র্যাব-১২’র কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আধুনিক তথ্য প্রযুুক্তি ও গোয়েন্দা নজরদারীর মাধ্যমে সকালে জেলার সলঙ্গা থানার একতা হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে শেরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Posted ৮:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD