বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির ঘোষিত সকাল ১১ টা থেকে ১২ পর্যন্ত পঞ্চগড় থেকে যমুনা সেতু ও চাঁপাইনবাবগঞ্জ থেকে যমুনা সেতু পর্যন্ত মহাসড়কে কৃষক সমিতির কৃষক বন্ধন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলার উদ্যোগে সাতমাথায় কৃষকবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শহরের সাতমাথায় ১৭ জুন শনিবার কৃষক বন্ধন কর্মসূচিতে বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলার সহ সভাপতি এড. লুতফুর রহমানের সভাপতিত্বে এবং বগুড়া জেলার সাধারণ সম্পাদক হাসান আলী শেখের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষক নেতা লাকী আক্তার।
কৃষকবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বগুড়া জেলার সভাপতি জিন্নাতুল ইসলাম, শ্রমিক নেতা ফজলুর রহমান, কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ, কৃষকনেতা সোহানুর রহমান সোহান, যুবনেতা অখীল পাল, এবং ছাত্র ইউনিয়ন এর সভাপতি ছাব্বির আহমেদ রাজ।
বক্তারা আরও বলেন, ‘সারসহ সকল প্রকার কৃষি উৎপাদন উপকরনের দাম কমাও।ন্যূনতম ১৫০০ টাকা মণ দরে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান ক্রয় কর।বরেন্দ্র অঞ্চলসহ সারাদেশে কৃষি সেঁচে অনিয়ম-হয়রানি-দুর্নীতি বন্ধ কর, চাহিদা ও সময়মতো ন্যায্য দামে সেঁচের পানি বিতরণ নিশ্চিত কর।প্রকৃত কৃষককে কৃষি কার্ড দাও, শস্য বীমা ও পল্লী রেশন চালু কর। কৃষি ও কৃষক বাচাঁতে এইসকল দাবিতে আমাদের তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বগুড়া জেলার সভাপতি রফিকুল ইসলাম জিন্নাহ বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে কৃষক বরাবরই উপেক্ষিত’।
কৃষকবন্ধন কর্মসূচিতে বক্তারা উপরে উল্লেখিত দাবিতে এবং আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
Posted ৮:৩২ অপরাহ্ণ | শনিবার, ১৭ জুন ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD