বগুড়ায় বাঁশ ঝাড় থেকে রফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার চাঁদপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি, বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের চাঁদপাড়া এলাকার মৃত ফকির মাহমুদের ছেলে রফিকুল ইসলাম (৫৫)। জানা গেছে, রফিকুল মঙ্গলবার দিবাগত রাতে তার স্ত্রীর সঙ্গে শয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। এরপর রাতের কোন এক সময় তিনি তার ঘর থেকে বের হয়ে পাশেই একটি বাঁশ ঝাড়ের ভেতর গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। এরপর স্থানীয়রা সকাল সাড়ে ৭ টার দিকে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সাড়ে ৮ টায় ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বগুড়া সদর থানার উপ-পরিদর্শক আব্দুল মালেক জানান, এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ নেই। থানায় একটি ইউডি মামলা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Posted ১০:০৪ অপরাহ্ণ | বুধবার, ১২ জুলাই ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD