বগুড়া মাদক বিরোধী তিনটি পৃথক অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে দুই নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া চারজনই মাদক ব্যবসায়ী৷ অভিযানের সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা ও ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ৪জন হলেন, রেহেনা বেগম (৩২),সাইদী হাসান (২২), জিউয়াউর রহমান (৩২) ও মমতা বেগম (৪০)।
ডিবি পুলিশ তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় দুপচাঁচিয়া উপজেলার তালোড়াতে অভিযান চালানো হয়। ওই সময় ২ কেজি গাঁজাসজ গ্রেফতার হয় রেহেনা।
আরেক অভিযানে মঙ্গলবার রাত সোয়া ৯ টার সময় শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজারে অভিযান চালানো হয়। অভিযানে ২ কেজি গাঁজাসহ সাঈদী ও জিয়াকে গ্রেফতার হয়।
এরপর মঙ্গলবার দিবাগত রাত পৌণে ১টার দিকে ডিবি পুলিশের সদর উপজেলার বারপুর মোড়ে অভিযান চালায়। সেখানে ৩৫ বোতল ফেন্সিডিলসহ মমতাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতার সবাই মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
Posted ১২:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD