বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধায়নে ডিবি, বগুড়া’র ইনচার্জ(ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া’র মাদক বিরোধী অভিযানে ১৫(পনের) বোতল ফেন্সিডিলসহ ০১ (এক)মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম ইং ০১/০৪/২০২২ তারিখ ১৫.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন হাকির মোড়ে সূর্যের হাসি ক্লিনিকের মেইন গেটের সামনে হাকির মোড় টু নুরানী মোড় গামী পাকা রাস্তার দক্ষিন পাশে হইতে ১৫(পনের) বোতল ফেন্সিডিলসহ আসামী মোছাঃ রেহেনা (৫২), স্বামী বেল্লাল হোসেন, মাতা মোছা: ফিরোজা, সাং মাজিরা পূর্বপাড়া (চেক পোষ্টের পূর্ব পাশে), থানা শাজাহানপুর, জেলা বগুড়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ডিবি সূত্র জানান।
Posted ৪:৫৬ অপরাহ্ণ | শনিবার, ০২ এপ্রিল ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD