প্রেম নিয়ে বিরোধের জের ধরে বগুড়া পৌর এডওয়ার্ড পার্কে মিরাজ হোসেন (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর পার্কের জগিং সেন্টার চত্বরে এ খুনের ঘটনা ঘটে। নিহত মিরাজ হোসেন বগুড়া শহরের দক্ষিণ বৃন্দাবন পাড়ার আব্দুর রহমানের ছেলে। তিনি শহরের শিববাটি এলাকায় একটি দোকানে অটোরিকশা মেরামতের কাজ করতো বলে পারিবারিক সূত্র জানান।
নিহত মিরাজ এর পারিবারিক সূত্রে জানা গেছে, বগুড়া শহরের বাদুড়তলা এলাকার এক মেয়ের সঙ্গে মিরাজের প্রেমের সম্পর্ক ছিল। বেশ কিছুদিন আগে ওই মেয়ে মিরাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে গাবতলীর এক যুবকের সাথে সম্পর্ক স্থাপন করে। এনিয়ে মিরাজের সঙ্গে গাবতলীর ওই যুবকের এবং তার সাবেক প্রেমিকার বিরোধ চলছিল। এনিয়ে মিরাজকে মোবাইল ফোনে মাঝে মধ্যেই হুমকি দিয়ে আসছিল গাবতলীর ওই যুবক। প্রেমের বিষয়টি নিয়ে একে অপরকে দেখে নেওয়ার হুমকিও দিয়ে আসছিল।
মঙ্গলবার বিকেলে মিরাজ গাবতলীর ওই যু্বককে পৌর পার্কে আসতে বলে। গাবতলী থেকে ওই যুবক কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে পৌর পার্কে আসে। মিরাজ ও তার এক বন্ধুকে নিয়ে পার্কে যায়। সেখানে উভয়ের সাথে দেখা হলে মারপিট শুরু হয়। একপর্যায় মিরাজের পেটে ও পাঁজরে ছুরিকাঘাত করে গাবতলী থেকে আসা কয়েকজন যুবক। এসময মিরাজকে উদ্ধার করতে গেলে তার বন্ধু নাজমুল আহত হয়। পরে নাজমুল ও মিরাজকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদ হাসান বলেন, প্রেম ঘটিত বিষয়ে মিরাজকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। মিরাজের বন্ধু নাজমুলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন থানায় অভিযোগ দায়ের করা হয়নি।
Posted ১০:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD