এস আই সুমন, স্টাফ রিপোর্টার: বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০০ (এক’শ) পিস ট্যাপেন্টাডলসহ মোছাঃ সুলতানা ওরফে পাখি (২২) নামে এক নারী মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি বগুড়া সদর উপজেলার হাড্ডিপট্টি এলাকার মোঃ সিহাবের স্ত্রী মোছাঃ সুলতানা ওরফে পাখি (২২)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল পৌণে ৯টার দিকে বগুড়া সদর উপজেলার হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালিয়ে ১০০ (এক’শ) পিস ট্যাপেন্টাডলসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় পাঠানো হয়েছে বলে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্র জানান।
Posted ১১:০২ অপরাহ্ণ | বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD