বগুড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে আহত তাকবির ইসলাম খান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার বিকাল ৩টা ৫ মিনিটে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শজিমেকের উপ পরিচালক ডাঃ আব্দুল ওয়াদুদ। নিহত তাকবির ইসলাম খান বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
ডাঃ ওয়াদুদ জানান, গত ১১ মার্চ রাতে গুরুতর আহত অবস্থায় তাকবিরকে ভর্তি করানো হয় তার শরীরে একাধিক জখম চিহ্ন ছিল। মূলত অতিরিক্ত রক্তক্ষরণ, হার্টের সমস্যা এবং বুকে আঘাতের কারণে ভর্তির পর থেকে তার অবস্থা খারাপের দিকে যেতে থাকে। পরে অবস্থার অবনতি হলে সোমবার সন্ধ্যায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল ৩টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।
Posted ৪:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | Trisha Mahmud