বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধায়নে ডিবি, বগুড়া’র ইনচার্জ(ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি টিম ইং ০৯/০৪/২০২২ তারিখ ২৩.৪০ ঘটিকার সময় এবং ১০/০৪/২০২২ তারিখ ৭.৪৫ ঘটিকার সময় বগুড়া সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১ (এক) কেজি গাঁজা ও ২০০ (দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী ১। মোঃ কামরুজ্জামান ওরফে কাজল শাহ (২৭), পিতা-মোঃ নুরুন্নবী শাহ,মাতা-মৃত কল্পনা বেগম, বর্তমান সাং-নামাজগর (কর্ণেশন স্কুলের পেছনে) বগুড়া পৌরসভা,বগুড়া স্থায়ী সাং-সারডুবি, থানা-হাতিবান্ধা, জেলা- লালমনিরহাট ২। মোঃ মনিরুজ্জামান ওরফে মিথুন(৩৩), পিতা-মৃত আমজাদ ওরফে পুটু, স্থায়ী সাং-নেপালতলী, পূর্বপাড়া, থানা-গাবতলী, এ/পি-সাং-রহমান নগর, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে ।
প্রকাশ থাকে যে, ১নং আসামীর মোঃ কামরুজ্জামান ওরফে কাজল শাহ এর বিরুদ্ধে ইতিপূর্বে ০৩টি এবং ০২ নং আসামী মোঃ মনিরুজ্জামান ওরফে মিথুন এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১টি মামলা রয়েছে বলে ডিবি সূত্র জানান।
Posted ৮:০৮ অপরাহ্ণ | রবিবার, ১০ এপ্রিল ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD