বগুড়া জেলায় গত ২৪ঘণ্টায় ৩৫২টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৩৪জন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৩হাজার ৯৭৩জন। বগুড়া সদর উপজেলার ৯৩জন, শাজাহানপুরের ১০জন, ধুনটে ৬জন, দুপচাঁচিয়া ও শেরপুরে ৫জন করে, শিবগঞ্জে ও আদমদীঘিতে ৪জন করে, গাবতলীতে ও কাহালুতে ২জন করে, সারিয়াকান্দি, সোনাতলা ও নন্দীগ্রাম উপজেলায় ১ জন করে শনাক্ত হয়েছেন।
গত ২৪ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ০৫ জন। মৃতরা হলেন, বগুড়া সদর উপজেলার আব্দুল জলিল (৭০), রমজান আলী (৫৫), আকরামুল হক, শাজাহানপুর উপজেলার আব্দুল মান্নান (৬০) ও ধুনট উপজেলার ইদ্রিস আলী (৫৩)। এ পাঁচ জনই বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নতুন পাঁচজনের মৃত্যু নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৩৯৯জন।
একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৩ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ১২হাজার ৬৯৫জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৮৭৯জন।
আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৩৩টি নমুনা পরীক্ষায় ৮২জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৫টি নমুনা পরীক্ষায় ১০জনের, এন্টিজেন পরীক্ষায় ৭৯টি নমুনায় ৩০জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষায় ১২জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
উল্লেখ্য; গতকাল বুধবার জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, গত ২৪ঘণ্টায় জেলায় ৩৩৬টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১২৭ জন। মৃত্যু হয় ৮জন ।
Posted ১:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD