বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের কোয়ালিপাড়া- সাতশিমুলীয়া রাস্তার পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলফিকার আবু নাসের ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পাকাকরণ কাজের উদ্বোধনী ফলক উন্মোচন এবং মোনাজাতে অংশ গ্রহন করেন, বগুড়া-৬ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান, ইউপি সদস্য মাহফুজার রহমান মাফু,
সমাজ সেবক ও সাংবাদিক আলহাজ্ব আব্দুল বাছেত, ফেরদৌস আলম, রায়হান উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল চন্দ্র সরকার, আওয়ামীলীগ নেতা মুঞ্জুরুল আলম মঞ্জু,দ্বীন মোহাম্মদ আলো, গোলাম রব্বানী,আহসান হাবিব, জিয়াউর রহমান জিয়া, ছাত্রলীগ নেতা মাকসুদুর রহমান রকি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিরা
স্থানীয় একটি পুকুরের পাড় না থাকায় জনগণের চলাচল দূর্ভোগ সেটি সরেজমিনে পরিদর্শন করেন এবং দ্রুত সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Posted ১:৪৮ অপরাহ্ণ | শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | Sazu Mia