বগুড়ায় বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বগুড়া জেলা কৃষকলীগ। কর্মসুচির মধ্যে ছিল সকাল ৮টায় শহরের টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পণ এবং দলীয় কার্যালয়ে আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা। জেলা সাধারন সম্পাদক মুঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলার সহ-সভাপতি মাকসুদুল হাসান রুহেল, অধ্যাপক শ্যামল পাইকার, আবু বক্কর সিদ্দিক রাজা, আমজাদ হোসেন, যুগ্ন সম্পাদক বাদল রহমান, শাহীন কাদির জোয়ারদার, আব্দুল বারি পলাশ, সাংগাঠনিক সম্পাদক আখতারুজ্জামান তুষার, আরিফুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক মাহমুদ খান ডন, কৃষি ঋণ বিষয়ক সম্পাদক বকুল আহম্মেদ, কৃষি ও ফলজ বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, পানি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ত্রাণ বিষয়ক সম্পাদক বকুল মিয়া বিএসসি, আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল হুদা, জেলার কুটির শিল্প বিষয়ক সম্পাদক জামিল হোসেন, সহ প্রচার সম্পাদক মো. খালেকুজ্জামান, জেলার সদস্য বজলার রহমান বকুল, ইসমাইল হোসেন, খোরশেদ আলম চান, মুকুল ইসলাম, এ্যাড. শহিদুল ইসলাম, তাহমিদ হোসেন রনি, মাহফুজার রহমান মাফু, পৌর কৃষকলীগের আহবায়ক মাসুদ রানা সরকার, সদর উপজেলার সভাপতি তাইফুর রহমান সুমন, সাধারন সম্পাদক প্রভাষক শহিদুল ইসলাম প্রমুখ।
Posted ১০:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD